ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ‘শিশু মৃগীরোগ’  শীর্ষক সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২০ নভেম্বর ২০২১

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে শিশুদের মৃগীরোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিশুদের মৃগীরোগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন।

আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মাহমুদা হাসান এর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্বে করেন শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা. এআরএম লুৎফুল কবীর। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. দীপা সাহা (শিশু নিউরোলজি)।  

সেমিনারের মূল প্রবন্ধের ওপর ও বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ইনস্টিটিউট অব পেডিয়েট্রিক নিউরোডিসঅরডার এন্ড অটিজম এর সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল  বিশ্ববিদ্যালয় এর  প্রফেসর ডা. মো. মিজানুর রহমান, ইনস্টিটিউট অব পেডিয়েট্রিক নিউরোডিসঅরডার এন্ড অটিজম এর পরিচালক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এর পেডিয়েট্রিক ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডা. শাহীন আক্তার, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স এন্ড হসপিটাল এর পেডিয়েট্রিক নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর
ডা. নারায়ন সাহা।

অনুষ্ঠানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফ-উজ্জামান, শিশু বিভাগের প্রফেসর ডা. আশরাফ উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. এম এন নাগ, সহকারী অধ্যাপক প্রফেসর ডা.মাসুমা খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি