ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই: সেব্রিনা ফ্লোরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ২২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

করোনার বুস্টার ডোজ নিতে কোন নিবন্ধনের প্রয়োজন নেই, খুব শীঘ্রই দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর মুলাইদে এক্সিউটিভ গ্রীনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বুস্টার দিতে টিকার কোন সংকট দেখা দিবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই, গ্রাম পর্যায়ের মানুষও বুস্টার ডোজ পাবে।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা: বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশন সার্ভিসের পরিচালক ডা: মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা: খায়রুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রণয় ভূষণ দাস। 

এদিন কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার করোনার প্রথম ডোজ টিকা দেয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি