ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শীতকাল, সোয়েটার পরেই ঘুমাচ্ছেন? কী ক্ষতি হচ্ছে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:৫১, ২৮ ডিসেম্বর ২০২১

বেজায় গরম লাগলে নাহয় হিমালয়ে যাবেন, কিন্তু বেজায় শীতে কী করবেন? কী আবার! একবাক্যে সকলেই বলবেন, লেপ-কম্বলের তলায় ঢুকে পড়ব। সে নয় পড়লেন, কিন্তু গায়ের সোয়েটার কি গায়েই থেকে গেল! ভাবছেন তাতে গরম হবে, আরাম বাড়বে। কিন্তু কিছু বিপদও যে থেকে যাচ্ছে। আসুন জেনে নিই, সোয়েটার পরে ঘুমালে কী ক্ষতি হচ্ছে।
 
শীতে সোয়েটার খুলতেই মন চায় না। ঠাণ্ডা একটু বেশি পড়লে তো আর কথাই নেই। অনেকেই সোয়েটার পরেই শুয়ে পড়েন। তাতে সুবিধা এই যে, ঠাণ্ডা লাগার সম্ভাবনা একেবারেই নেই।

বিশেষত যাদের ঠাণ্ডার ধাত তারা অনেক সময়ই এই কাজ করে থাকেন। কিন্তু কাজটা কি ভালো?

বিশেজ্ঞরা বলছেন, একদম না। বরং ঠাণ্ডার হাত থেকে বাঁচতে গিয়ে অন্য বিপদ-আপদকে একরকম ডেকেই আনা হয় এতে।

কী সেই বিপদ? প্রথমত, ত্বকের জন্য খুবই ক্ষতিকর এই অভ্যাস। কেননা সোয়েটার পরে শুলে ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায়, যা ডেকে আনতে পারে একজিমার মতো অসুখ। অন্যান্য চর্মরোগও এই সুযোগে মাথাচাড়া দিতে পারে।

সোয়েটার পরে শুলে অনেক সময় শরীরে ঘাম দিতে থাকে। তাতে আবার ব্লাড প্রেসারের সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে প্রেসার কমে গেলে কিন্তু বিপত্তি বাড়বে বই কমবে না।

আর যাদের হার্টের সমস্যা আছে, তাদের তো একেবারেই এই অভ্যাস ছাড়তে হবে। কেননা সোয়েটার পরে থাকার ফলে প্রেসারের সমস্যা যেমন হয়, তেমন শরীরের তাপমাত্রাও আচমকা বেড়ে যেতে পারে। যা হৃদরোগের প্রবণতা অনেক বাড়িয়ে দেয়। তাই যাদের হার্টের সমস্যা আছে, তারা অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকবেন।

অনেকে আবার পা যাতে ঠাণ্ডা না হয়ে যায়, সেই ভয়ে মোজা পরেই শুয়ে পড়েন। এই অভ্যাসও কিন্তু ভালো নয়। এর ফলে পায়ের পাতায় ব্যাকটিরিয়াঘটিত নানা অসুখের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, ঠাণ্ডায় কাবু হয়ে গরম জামাকাপড় পরে শুয়ে পড়লে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।

কেউ কেউ পরামর্শ দেন, যদি একান্তই এই কাজটি করতে হয়, তবে অবশ্যই ত্বকে ময়েশ্চারাইজার লাগানো উচিত। তাতে ত্বকের সমস্যা খানিকটা আটকানো যেতে পারে, কিন্তু অন্য বিপদগুলো আটকাবে না।

বিশেষত শরীরের তাপমাত্রা বা প্রেসারের তারতম্য হলে রাত বিরাতে বিপদ বাড়তেই পারে। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি