ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গলায়, ঘাড়ের কোন লক্ষণে ক্যানসারের আশঙ্কা করবেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বায়ুদূষণ, অপুষ্টিকর খাবার, অনিয়ন্ত্রিত জীবন যাপন, বিভিন্ন মাধ্যম দিয়ে শরীরের রাসায়নিক দ্রব্যের প্রবেশ সব মিলিয়ে গত কয়েক দশকে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বেড়েছে।

প্রতিবছর গোটা বিশ্বে প্রায় ৯ লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার শরীরের যেকোনও অংশে আঘাত হানতে পারে। শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে ক্যানসারের উপসর্গের ক্ষেত্রেও ভিন্নতা থাকে। তবে ক্যানসারের কিছু সাধারণ উপসর্গ আছে। যেগুলি সাধারণত ঘাড়, মুখ এবং কানের কাছে দেখা যায়।

কী সেই উপসর্গ?

ঘাড়, কান বা মুখের কোনও অংশে সাদা রঙের পিণ্ড মতো দেখতে পাওয়া যায়। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় বেসাল সেল কার্সিনোমা। ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে এটি। মূলত সূর্যের আলো শরীরের যেসব অংশ স্পর্শ করে সেই সব অঙ্গগুলিতে বিকাশলাভ করে এই ধরনের উপসর্গগুলি। সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ হতে পারে।

ত্বকের ক্যানসারের মূল লক্ষণগুলি কী কী?

বিভিন্ন কারণে ত্বকের নানাবিধ সমস্যা দেখা দেয়। তবে ত্বকের ক্যানসারের ক্ষেত্রে কয়েকটি বিশেষ লক্ষণ প্রকাশ পায়।

১) বাদামি, কালো বা গাঢ় নীল রঙের কোনও দাগ।

২) মোমের মতো সাদা রঙের কোনও মাংস পিণ্ড। যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।

৩) কোনও ক্ষত, যেখান থেকে রক্তপাতও হতে পারে।

উপরিউক্ত যেকোনও একটিও সমস্যা যদি আপনার ঘাড়, কান বা মুখের কোনও অংশে দেখতে পান তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ত্বকের ক্যানসারে প্রতিরোধে কী কী সুরক্ষা নেবেন?

১) সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরের একটি অপরিহার্য উপাদান। তবে সূর্যের তীব্র আলোর সংস্পর্শ এড়িয়ে চলুন।

২) শুধু গ্রীষ্মকালে নয়, শীতকালে বাড়ির বাইরে গেলে অতি অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। এমনকি, আকাশ মেঘলা থাকলেও সানস্ক্রিন মেখে বেরোনোই ভাল।

৩) ত্বকে হঠাৎ করে অবাঞ্ছিত কোনও দাগ বা মাংস পিন্ডের আবির্ভাব ঘটলে হেলাফেলা না করে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি