ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নিঃসন্তান দম্পতিরা পেলেন আলোর দিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১৮:৫৯, ৬ মার্চ ২০২২

দেশের ১০ থেকে ১৪ শতাংশ দম্পতি বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি রোগে ভুগছেন। মা-বাবা হওয়ার সৌভাগ্য হারিয়ে ফেলা এসব স্বামী-স্ত্রীও সঠিক চিকিৎসা পদ্ধতিতে পেতে পারেন কাঙ্খিত সন্তানের দেখা। দীর্ঘদিন ধরে রোগীদের স্বল্পমূল্যে বন্ধ্যাত্বের আন্তর্জাতিকমানের চিকিৎসা দিয়ে এ ক্ষেত্রে সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে রাজধানীর মিরপুর-১ নম্বরের গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল।

হাসপাতালের স্বত্বাধিকারী আরজুমান আরা বেগম বলেন, ‘আধুনিক যুগে বিজ্ঞানের হাত ধরে টেস্টটিউব বেবি ও সুপ্রজননবিদ্যার প্রয়োগে বন্ধ্যাত্ব কাটিয়ে এখন অনেকে মা হতে পারছেন। কিন্তু ইচ্ছা থাকলেও অনেকেই শুধুমাত্র খরচের কারণে বন্ধ্যাত্ব দূর করে মা হওয়ার সুবিধা নিতে পারছেন না। আবার অনেক মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ বিষয়টি না জেনে শুধুমাত্র বেশি খরচ হবে ভেবেই এমন চিকিৎসা করান না। এটাই এখন অনেক বেশি কষ্ট, দুঃখেরও। এদিকটা চিন্তা করেই দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে আমরা মেডিক্যাল ক্যাম্প করে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছি।’

আন্তর্জাতিকমানের ইনফার্টিলিটি চিকিৎসা স্বল্পমূল্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পোঁছে দিতে ইতোমধ্যেই তার হাসপাতাল নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান  আরজুমান আরা বেগম।

এরই ধারাবাহিকতায় কলকাতার বিখ্যাত অংকুর ফার্টিলিটি ক্লিনিক ও রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে নিঃসন্তান দম্পতি ও বন্ধ্যাত্ব রোগীদের বিনামূল্যে পরামর্শ দিয়েছে গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত (৩-৫ মার্চ) তিনদিনের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় হাসপাতালটিতে। দেশের বিভিন্ন এলাকার রোগীরা ক্যাম্পে বিনামূল্যে বন্ধ্যাত্বের আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা সংক্রান্ত পরামর্শ পেয়েছেন।

আরজুমান আরা বেগম জানান, গ্লোবাল ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টারে IUI, IVF, ICSI সহ বন্ধ্যাত্বের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। যেখানে গত কয়েক বছরে উল্লেখযোগ্য সংখ্যক বন্ধ্যাত্ব রোগীতে সফলভাবে চিকিৎসা দেয়া সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতেও স্বল্পমূল্যে উন্নত সেবা নিয়ে গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল সব সময়ই জনগণের পাশে থাকবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি