ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাচ্চার পানিশূন্যতা হয়েছে কিনা বুঝবেন কীভাবে? (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ২৯ মার্চ ২০২২ | আপডেট: ১৬:৪০, ২৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

গরমের শুরুতেই ডায়রিয়ার প্রকোপ বাড়বে এটাই স্বাভাবিক। আর এতে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশুরেই বেশি ভুগবে। কারণ শিশুদের শরীরে এমনিতেই জলীয় পদার্থ কম থাকে, সেখান থেকে আরও পানি বেরিয়ে গেলে দ্রুত পানি শূন্যতা দেখা দেয়। এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ওরস্যালাইন খাওয়াতে হবে এবং  চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

বাচ্চার পানি শূন্যতা হয়েছে কিনা তা বুঝবেন কীভাবে?

বাচার পানি শূন্যতার পাঁচটি লক্ষণ। সেগুলো হল

১. বাচ্চার মাথার চাঁদি দেবে যাওয়া। সাধারণত বাচ্চার মাথার চাঁদি সমান থাকে। কিন্তু পানি শূন্যতা হলে বাচ্চার চাঁদি দেবে যায়। 

২. বাচ্চারা যেকোনো সমস্যায় কান্না করে। তবে বাচ্চা কাঁদছে কিন্তু চোখে পানি নেই। এমন হলে বুঝতে হবে পানি শূন্যতা হয়েছে। 

৩. আমাদের জিহ্বা সবসময় ভেজা থাকে। বাচ্চাদের জিভ যদি ভেজা না থাকে তাহলে তাহলে বুঝতে হবে বাচ্চার পানি শূন্যতা হয়েছে। 

৪. সাধারণত পেটের চামড়া কিছুক্ষণ টেনে ধরে পরে চেড়ে দিলে চামড়া আবারও লেভেলে চলে যায়। তবে পানি শূন্যতা হলে বাচ্চাদের পেটের চামড়া টেনে ছেড়ে দিলে তা লেবেল হবে না, চামড়া কুঁচকে থাকবে। 

৫.  বাচ্চার প্রস্রাব কমে গেলে বুঝতে হবে পানি শূন্যতা হয়েছে। ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫ বার প্রস্রাব করতে হবে। এর কম হলে বুঝতে হবে পানি শূন্যতা হয়েছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি