ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সচেতনতাই অসংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ৯ এপ্রিল ২০২২

দেশের সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে পারলেই কেবলমাত্র অসংক্রামক রোগব্যাধী থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেলথকেয়ার স্টার্ট-আপ ঢাকা কাস্ট লিমিটেড-এর আয়োজিত এক ওয়েবিনারে এমনটায় জানান অংশগ্রহনকারী আলোচকবৃন্দ। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা খাতে বিরাজমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলার কারণ শীর্ষক এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশষেজ্ঞরা অংশ নিয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

ওয়েবিনারে স্বাগত বক্তব্যে ঢাকা কাস্ট লিমিটেড-এর প্রতিষ্টাতা ডা: ফাহরীন হান্নান বলেন, “২০১৯ সালে ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ঢাকা কাস্টের প্রধান কাজ ডায়াবেটিস রোগীদের সবধরনের সেবা প্রদান করা। ২০২০-এর মার্চে শুরু হওয়া করোনার মহামারী রোধে লকডাউন ঘোষণার ফলে  তাদের বেশ চ্যালেঞ্জ-এর সম্মুখীন হতে হয়। সেসময় ইন্টারনেটের মাধ্যমে ১২’শ কোভিড আক্রান্ত রোগীদের নানা ধরনের সেবা প্রদান করা হয়েছে। আর সেই কাজের স্বীকৃতি সরূপ ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করে ঢাকা কাস্ট। এখন পর্যন্ত ঢাকা কাস্ট তিন হাজার ডায়াবেটিস রোগীকে সেবা প্রদান করেছে। ঢাকার বাইরে সিলেটে পরীক্ষামূলকভাবে সেবা প্রদান করছি আমরা এবং ফলপ্রসু সাড়াও পেয়েছি। অদূর ভবিষ্যতে ঢাকা কাস্ট গ্রাম এলাকায়ও এই সেবা ছড়িয়ে দেয়ার ব্যাপারে আমি আশাবাদী”।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) ডা: নুজহাত চৌধুরী শম্পা। তিনি তাঁর প্রবন্ধে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে অসংক্রামক রোগীদের সার্বজনীন সেবা প্রদানের চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। 

তিনি বলেন, সার্বজনীন সেবা বলতে সব ধরনের মানুষকে সুলভ মূল্যে যাবতীয় সকল ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করাকে বোঝানো হয়ে থাকে। সেখানে কারো মধ্যে কোন বিভেদ করা যাবেনা। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের চিকিৎসা ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় কয়েকটি শহরের মধ্যেই সীমাবদ্ধ। সফল সার্বজনীন স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হলে আমাদেরকে গ্রামের মানুষের চিকিৎসাকে গুরুত্ব দিতে হবে। সেইসাথে জনসাধরনের মাঝে ডায়াবেটিসসহ অন্যান্য সকল সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। এমনকি সেই লক্ষ্যে আমাদের সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে।

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডা: শেখ মোহম্মদ শহীদ উল্লাহ (পিএইচডি), ফাউন্ডেশন ফর ডক্টর্স সেফটি অ্যান্ড রাইটস  (এফডিআর)-এর উপদেষ্টা ডা: আব্দুন নুর তুষার, বাংলাদেশ ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিটেশন ইন ডায়াবেটিস এনডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিজর্ডার্স (বারডেম) হাসপাতালের হরমোন বিভাগের ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডা: মো: ফিরোজ আমিন প্রমূখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি