ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

টিকা উৎপাদনের চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি হয় সে জন্য টিকা উৎপাদনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, “দ্রুত যাতে টিকা উৎপাদন করা যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।”

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিবছর করোনা প্রতিরোধী টিকা নিতে হবে কি না তা এখনো নিশ্চিত নয়, জানিয়ে মন্ত্রী বলেন, “প্রতিবছর করোনা প্রতিরোধী টিকা নিতে হবে কি না তা এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়নি। তবে করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি করা যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে।”

এদিকে বিডিএস ভর্তি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, “পরীক্ষা সুন্দরভাবে চলছে। আমি কেন্দ্র ঘুরে দেখেছি। শিক্ষার্থীরা প্রশ্নপত্রে সন্তুষ্ট। একইভাবে আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়েছি।”

তিনি আরও বলেন, “এবার বিডিএস পরীক্ষায় দিচ্ছে ৬৫ হাজার ৯০৭ জন শীক্ষার্থী। ১২ টি কেন্দ্রের ২৬ টি ভ্যানুতে পরীক্ষায় হচ্ছে। প্রায় ৩০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে আমাদের ১৯৫০ টি আসন রয়েছে। সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ৫৪৫টি আর বেসরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ১ হাজার ৪০৫টি। সরকারি-বেসরকারি মিলে গড়ে ৩৩ জন পরীক্ষা দিচ্ছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি