ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

নতুন তিন দেশে মাঙ্কিপক্সের হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২৫ মে ২০২২

বিশ্ব সংসারে দূর্যোগের ঘনঘটা যেনো কাটছেই না। দীর্ঘ দুই বছর কোভিডের সঙ্গে লড়াই শেষ না হতেই হাজির মাঙ্কিপক্স। যা বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম। পনেরোটি দেশের পর নতুন করে আরও তিনি দেশে হানা দিয়েছে মাঙ্কিপক্স।

বিবিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মে) এই দেশ তিনটিতে প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। 

আর নতুন করে যে তিনটি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে তার একটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মধ্যদিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে আমিরাতে এই সংক্রমণ শনাক্ত হয়। ইউএই দেশটিতে একজনের মাঙ্কিপক্সের সংক্রমণ রেকর্ড করা হয়েছে।

এছাড়া চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়াও মঙ্গলবার তাদের প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণের কথা জানিয়েছে। 

এই বিষয়ে বিবিসি আরও জানাচ্ছে, মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের এই সংখ্যাটি এখনও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসাধারণের জন্য এই ভাইরাস নিয়ে সামগ্রিক ঝুঁকি খুবই কম। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে এই ভাইরাসটি সবচেয়ে বেশি দেখা যায়।
যদিও এখন পর্যন্ত আফ্রিকার বাইরে ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকার ১৮টি দেশে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। 

আফ্রিকার বাইরে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব হওয়া সত্ত্বেও মাঙ্কিপক্স মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ে না এবং বিশেষজ্ঞরা বলছেন, ‘এই ভাইরাসটি করোনাভাইরাস মহামারির সাথে তুলনীয় নয়।’
আরএমএ/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি