ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বুস্টার ডোজ ক্যাম্পেইন ৪ থেকে ১০ জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ৩১ মে ২০২২

দেশব্যাপী আগামী ৪ থেকে ১০ জুন কোভিড টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর বয়সি এবং এর তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

এ সাত দিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলেও জানানো হয়েছে।

এ ছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। 

বুস্টার ডোজের পাশাপাশি কোভিড টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি