ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

অর্থছাড়ে দীর্ঘসূত্রিতায় বরাদ্দ খরচ করা সম্ভব হয় না: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১৫ জুন ২০২২ | আপডেট: ২০:২১, ১৫ জুন ২০২২

অর্থছাড়ে দীর্ঘসূত্রিতাসহ পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার কারণে বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ পাওয়া অর্থ যথা সময়ে খরচ করা যায় না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ রিপার্টার্স ফোরামের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামি অর্থবছরে বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। গত বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে ৪ হাজার কোটি টাকারও বেশি। 

তবে বাজেট ব্যবহারে ঘাটতি থাকার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, অন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় এবং অর্থ ছাড় পেতে সময় লাগে এ জন্য বরাদ্দ অর্থ খরচ সম্ভব হয় না। 

স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে ডিজিটালাইজেশনের কাজ এগিয়ে চলছে  বলেও জানান মন্ত্রী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি