ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নভেম্বরের পর টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৬ জুলাই ২০২২ | আপডেট: ১৫:২৯, ২৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

দেশে চলতি বছরের নভেম্বরের পর করোনা ভাইরাসের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ আর দেয়া হবে না বলে জানিয়েছেন টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক।

তিনি জানান, নভেম্বরের পর অনেক টিকার আর মেয়াদ থাকবে না। তাই নভেম্বরের পর কেউ প্রথম ও দ্বিতীয় ডোজ চাইলে পাবেন না। এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভবনাও কম। তবে চলমান থাকবে বুস্টার ডোজের কার্যক্রম। আগস্ট থেকে টিকা পাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা।

এছাড়া স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এখনও প্রায় দেড় কোটি টিকা মজুত আছে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩ এবং কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না। ১২ বছরের বেশি বয়সী ৩৩ লাখ মানুষ এখনও প্রথম ডোজ টিকা নেননি। এছাড়া প্রথম ডোজ পাওয়া ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা নেননি। 

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশের মানুষকে করোনার টিকা দেয়া শুরু হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি