ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৯০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ১১ আগস্ট ২০২২

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৭ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯০ জন এবং অন্যান্য বিভাগে ৭৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৯৩২ জন এবং ঢাকার বাইরে ৫৬৬ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ১১৮ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৬৩৬ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৪৮২ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি