ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ২১ আগস্ট ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

দেশে দ্রুত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩৫ জন। এর আগে গত ২৬ আগস্ট একদিনে আক্রান্ত ছিল ১২৮ জন। এবছর এখন পর্যন্ত এত রোগী একদিনে আর পাওয়া যায়নি।

রবিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

আক্রান্ত ১৩৫ জন রোগীর মধ্যে ১১৬ জনই ঢাকার। আর বাকিরা বিভিন্ন জেলায় আক্রান্ত হয়। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২০ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫৪ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৩৯২ জন। বাকি ৬২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি