ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দেশে ডেঙ্গু আক্রান্ত ১৩৯ রোগী হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২২ আগস্ট ২০২২

গত কয়েকদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৭ জন। 

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪ হাজার ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে, ঢাকায় মোট ভর্তি রোগী ৩ হাজার ৮৫৭ জন, ঢাকার বাইরে ভর্তি রোগী ৭৬২ জন। 

অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৪ হাজার ১০৪ জন। এরমধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ৪১৯ জন এবং বিভিন্ন স্থানে ৬৮৫ জন।
সূত্র: বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি