ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

আরও ১৭৬ ডেঙ্গু রোগী শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ২৮ আগস্ট ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৭৬  জন। তাদের ১৪৪ জন ঢাকার, ঢাকার বাইরে ৩২ জন।  তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩২ জন।

রবিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬১৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৫০৭ জন, আর বাকি ১০৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৪৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ৮৬০ জন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি