ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

লাইফ সাপোর্টে থাকলেও সুস্থতার পথে সেব্রিনা ফ্লোরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ২৯ আগস্ট ২০২২

সুস্থ হয়ে উঠছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

গণমাধ্যমকে এস এম আলমগীর বলেন, “তিনি (ডা. ফ্লোরা) এখনও লাইফসাপোর্টে আছেন। তবে তিনি অনেকটাই সুস্থতার পথে। তার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অধ্যাপক ডা. ফ্লোরা রাতারাতি স্থিতিশীল হয়ে উঠছেন। রোববার থেকে তিনি জাগ্রত অবস্থায় আছেন। তার পেটের চাপও অনেকটা ভালো।”

উল্লেখ্য, ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনার শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। টেলিভিশনে দেশের মানুষের সামনে নিয়মিত করোনার-সংক্রান্ত পরিস্থিতি নির্দিষ্ট সময়ে অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি