ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

ডেঙ্গুতে রেকর্ড ৩৬০ জন আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১১ সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এসময়ে ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১২১ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৭  হাজার ৭১ জন, আর ঢাকার বাইরে ১ হাজার ৬৭৯ জন। 

অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৭ হাজার ৫৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ১৬৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৪২৪ জন।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি