ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শিশুদের জন্য ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু (ভিডিও)

মাহমুদ হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১৫ অক্টোবর ২০২২

শিশুদের জন্য ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু। ইতোমধ্যেই মারা গেছে ১১ জন শিশু। ডেঙ্গু আক্রান্ত ক্রিটিক্যাল শিশুদের জন্য নেই পর্যাপ্ত আইসিইউ। চিকিৎসকরা বলছেন, যে হারে রোগী বাড়ছে, তাতে আরও চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স প্রয়োজন। 

ঢাকা শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। ভর্তি অন্তত ৮৬ শিশু। এসব শিশুর বয়স ১০ বছরের নিচে। কয়েকদিন ধরে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। 

হাসপাতালের আইসিইউতে রয়েছে ৬ শিশু। যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

সরকারি হাসপাতালে আইসিইউ খালি না থাকায় আশংকাজনক অনেক শিশুকেই চিকিৎসা নিতে হচ্ছে বেসরকারি হাসপাতাল থেকে।

গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি ভয়াবহ। চিকিৎসকরা বলছেন, সাধারণ ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতেই হিমশিম খাচ্ছেন তারা। আর আইসিইউ সংকট তো আছেই। 

এ মাসের ১৫ তারিখ পর্যন্ত শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিয়েছে ১৯ শিশু। যাদের মধ্যে মারা গেছে ৪ জন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি