ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নভেম্বরের শুরুতে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২০ অক্টোবর ২০২২

এডিস মশার জন্মের সহায়ক পরিবেশ সৃষ্টি না হলে ডেঙ্গুর প্রকোপ খুব দ্রুত কমবে। চলতি অক্টোবরের শেষ ও নভেম্বরের শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস ট্রান্সমিটেড ডিজিজেস (এটিডিএস) নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও সচেতনতার অভাবেই এবার বেড়েছে ডেঙ্গুর সংক্রমণ। যথাসময়ে চিকিৎসকের কাছে না আসা ও অবহেলার কারণে ডেঙ্গুতে মৃত্যু ঘটছে। হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। 

নাজমুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। যথাসময়ে চিকিৎসকের কাছে গেলে ডেঙ্গুতে মৃত্যু অনেক কমে আসবে।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি