ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ডেঙ্গু: রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২০ অক্টোবর ২০২২

পুরো স্বাস্থ্য ব্যবস্থাকেই নড়বড়ে করে দিচ্ছে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। কোনো কোনো হাসপাতালে শয্যার প্রায় শতভাগই ভর্তি ডেঙ্গু রোগী। কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গুর ভয়াবহ চাপে হিমশিম খেতে হচ্ছে সার্বিক ব্যবস্থাপনায়।

রাজধানীর কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে পূর্ণ প্রায় সবকটি শয্যা, ভর্তি রোগীদের সবাই ডেঙ্গু আক্রান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভর্তি রোগীর বাইরে বহির্বিভাগে যারা সেবা নিতে আসছেন, তাদেরও বেশির ভাগ আক্রান্ত ডেঙ্গুর উপসর্গে নিয়ে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চলে কতটা? সবারই অভিযোগ, এখন কালেভদ্রেও দেখা মিলে না মশকনিধনের অভিযানের।

চলতি মাসে ডেঙ্গু নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি রোগী প্রায় ১২ হাজার। আর কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালগুলোর ব্যবস্থাপনার ওপরই পড়ছে বিরূপ প্রভাব।

বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় নগর কর্তৃপক্ষের উদাসীনতায় ডেঙ্গুর এমন ভয়াবহতা বেড়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ গণমাধ্যমে বলেন, একমাত্র সেই শতাব্দি প্রাচীন যে মশকনিধন কার্যক্রম আছে, এইটুকুই তারা (সিটি করপোরেশন) মনে করে যে, এটার জন্য যথেষ্ট, এটা আসলে যথেষ্ট নয়। আমাদের একটা কীটতত্ত্ব সিস্টেম আছে, বিভাগ আছে, সেটাকে উন্নত করতে হবে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গল থেকে বুধবার সকাল পর্যন্ত সাতজনের মৃত্যু হয়। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১০৬ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এ ছাড়া একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরে ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০২ জনে। 

বুধবার (১৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোলরুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিয়েছিলেন এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নেয়ার।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি