ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ডায়াবেটিস দিবসে উত্তরায় বিশেষ আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১৭ নভেম্বর ২০২২

রাজধানীর উত্তরায় হয়ে গেলো বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ ও নিরাময় বিশেষ ইয়োগা ও সচেতনতা বিষয়ক উন্মুক্ত সেমিনার ও র‍্যালি। 

রাজধানীর উত্তরার ৪ নাম্বার সেক্টর পার্কে ডায়াবেটিস নিরাময়ে বিশেষ ইয়োগা ও সচেতনতামূলক সেমিনা ও র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডায়াবেটিস নিরাময়ে ইয়োগাসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খসরু চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর নিপা গ্রুপ (সিআইপি) ও পরিচালক বিজিএমইএ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- মেজর (অবঃ) আনিসুর রহমান সভাপতি, উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হারুন অর রশিদ সিনিয়র সহ-সভাপতি, উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ ও সভাপতি, বন্ধন সোসাইটি।

প্রধান আলোচক ছিলেন আহমেদ শরীফ, চিফ ইয়োগা ইন্সট্রাক্টর, কোয়ান্টাম ফাউন্ডেশন।

প্রধান আলোচক বলেন, “আজকে আমরা একত্রিত হয়েছি কিভাবে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও নিরাময় করতে পারি সেটা জানার জন্য। ডায়াবেটিস সম্পর্কে সচেতন হলে আপনি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন আর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারলে অর্থাৎ সঠিক জীবন দৃষ্টি অনুসরণ করতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ।”

প্রধান অতিথি খসরু চৌধুরী বলেন, “আসলে সবকিছুরই একটা বয়স আছে। বয়স থাকতে যদি আমরা যোগব্যয়াম চর্চা করি তাহলে রোগব্যাধি থেকে সহজেই মুক্তি লাভ সম্ভব।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ইয়োগা ইন্সট্রাক্টর, উত্তরা ইয়োগা সোসাইটি ও উত্তরা ইয়োগা সেন্টার এর পরিচালক আবু শাহাদাত জাহিদ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪। অনুষ্ঠান আয়োজনে ছিল উত্তরা ইয়োগা সোসাইটি ও বন্ধন সোসাইটি, পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন। এছাড়া সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিল কে আর এস এস গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল নাগরিক টিভি, দৈনিক আমাদের সময়, ঢাকা পোস্ট, ভয়েজ অব বাংলা।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি