ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ১৯ জন এবং ঢাকার বাইরে ৩০ জন।

বুধবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২১২ জন এবং ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১০২ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ১১০ জন।

১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ১৭৬ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৭৯ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৯৭ জন।

এ পর্যন্ত ৩৬ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ঢাকায় ২৩ জন, ঢাকার বাইরে ১৩ জন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি