ঢাকা, রবিবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ২৯ জানুয়ারি ২০২৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন (শনিবার) আক্রান্তের সংখ্যা ছিল ছয়জন।

রোববার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জনের মধ্যে ঢাকায় আটজন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৫ জন। এর মধ্যে ঢাকায় ২৬৩ জন এবং ঢাকার বাইরে ২৮২ জন চিকিৎসা নেন। এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৩ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জন মারা যান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি