ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে ৬ জনের করোনা শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৭৮৬ জনে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ২৯ শতাংশ।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৪৬ জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭৬৯ জনে।

এ ছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ১৮ শতাংশ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি