ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ১৯ মার্চ ২০২৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৩ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ৪ জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা বলা হয়। 

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১১ জন।

১ জানুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৮০৭ জন। এদের মধ্যে ঢাকায় ৩৯৬ জন এবং ঢাকার বাইরে ৪১১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৭৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি