ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি ৫২ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ২০ মে ২০২৩

Ekushey Television Ltd.

দেশে আবারও বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫১ জনই ঢাকার এবং বাকি একজন ঢাকার বাইরের। এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৪২ জন এবং অন্যান্য বিভাগে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৪১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭২ জন এবং ঢাকার বাইরে ৫৪২ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৪০ জন। এর মধ্যে ঢাকায় ৭২১ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি