ঢাকা, রবিবার   ০২ ফেব্রুয়ারি ২০২৫

ডেঙ্গু: আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১৪ জুন ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গ গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। আক্রান্তদের মধ্যে ১৭৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৬ জন। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮০৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৬৬৭ জন, আর বাকি ১৩৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

উল্লেখ্য, এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮০২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৯৬৮ জন। মারা গেছেন ২৮ জন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি