ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৬৯ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ২২ জুন ২০২৩

Ekushey Television Ltd.

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৯ জন। এদের মধ্যে ঢাকায় ২৭৮ জন এবং ঢাকার বাইরে ৯১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩৫৭ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩০৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৬ হাজার ২৯৩ জন। এদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৯৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। 
 

সূত্র: বাসস

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি