ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গু: আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ২৭ জুন ২০২৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

নতুন আক্রান্তদের মধ্যে ১০৪ জন ঢাকার এবং বাকি ৪১ জন ঢাকার বাইরের।

মঙ্গলবার (২৭ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৪১০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১০১১ জন, আর বাকি ৩৯৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭,৭৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫,৯৫৯ জন। এছাড়া ঢাকার বাইরে ১৭৯৫ জন। এই ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৬,২৯৭ জন। এর মধ্যে ঢাকার ৪,৯১১ জন এবং ঢাকার বাইরে ১,৩৮৬ জন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি