ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, আরও ২ জনের মৃত্যু

সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ঢাকার হাসপাতালে ভর্তি হচ্ছেন বাইরের আক্রান্তরাও। জ্বর, পেটে ব্যথা, বমি, বা পাতলা পায়খানা হলে ঘরে চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে ভর্তি হবার পরামর্শ বিশেষজ্ঞদের। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন আর নতুন ভর্তি হয়েছেন ৬৬১ জন। তাদের ৪৩৩ জন ঢাকার আর ২২৮ জন বাইরের। আক্রান্তদের অধিকাংশ শিশু-কিশোর। 

ঢাকা শিশু হাসতাপালের জরুরি বিভাগে দীর্ঘ সিরিয়াল। ডেঙ্গু ওয়ার্ডের সবগুলো বেডেই রোগী ভর্তি আছে। 

সোহরাওয়ার্দী হাসপাতালের কয়েকটি ওয়ার্ডও ডেঙ্গু আক্রান্তদের জন্য নির্ধারিত। ভর্তি রোগীরা ভালো চিকিৎসা পাচ্ছেন বলে জানান স্বজনেরা। 

কর্তব্যরত চিকিৎসকরা জানান, ডেঙ্গু রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। পরিবারের সদস্যদের সচেতনতার পাশাপাশি বিভিন্ন পরামর্শও দেন তারা। 

গেল জানুয়ারি থেকে এ পর্যন্ত ১১ হাজার ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন দেশের বিভিন্ন হাসপাতালে। এখনো চিকিৎসা নিচ্ছেন দুই হাজারের বেশি জন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি