ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছুঁয়েছে শতকের ঘর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১৬ জুলাই ২০২৩

পুরো বছর জুড়ে ডেঙ্গুজ্বরে প্রাণ গেছে ১০০ জনের; যাদের ৫৩ জনই মারা যান চলতি মাসের ১৫ দিনে। ডেঙ্গু এবার শরীরের বেশ কয়েকটি অঙ্গকে আক্রান্ত করে ফেলছে। তাই শক সিন্ড্রোমে প্রাণহানির সংখ্যাও বেশি।

এছাড়া এখনও কমেনি আক্রান্তের সংখ্যা। বন্ধ হয়নি এডিস মশার বংশবিস্তারও। প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের নতুন নতুন রেকর্ড দেখছে দেশ। গেল দিনও এক হাজার ৫শ’ ছাড়ায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা। রাজধানীর ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চলছে ডেঙ্গুর চিকিৎসা।

রোগীর চাপে হিমশিম অবস্থা সরকারি হাসপাতালগুলোতে। আজ সকাল আটটা পর্যন্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। ১ দিনে নতুন রোগী ভর্তি হন ১৬০ জন। সব মিলিয়ে ৫০৩ জন চিকিৎসাধীন সেখানে। যাদের ১১৯ জন শিশু। এছাড়া ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এক দিনে রোগী বেড়েছে আরও ৫৬ জন। সবমিলিয়ে সেখানে ভর্তি রোগীর সংখ্যা ১৩৬।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি