একদিনে ডেঙ্গুতে ৯জনের মৃত্যু
প্রকাশিত : ১৯:৩৬, ২০ জুলাই ২০২৩ | আপডেট: ১৯:৩৭, ২০ জুলাই ২০২৩
২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন ৯জন। এনিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৫৫জন। হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ১ হাজার ৭৫৫জন ।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বলছে, শুধু ঢাকাতেই মারা গেছে ৮ জন। আর ঢাকার বাইরে ১ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৭৫৫ জনের। ঢাকায় এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ৮শ ৪৫ জন, আর ঢাকার বাইরে হাসপাতালে চিকিৎসাধীন ৯শ ১০ জন।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৫৪৭ জন। আক্রান্তদের মধ্যে ৩৬ দশমিক ৭ শতাংশ নারী ও ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ।
এসবি/