ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

বাসায় চিকিৎসায় ভালো হতে পারে ডেঙ্গু, প্রয়োজন শুধু সচেতনতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২২ জুলাই ২০২৩ | আপডেট: ১৯:১২, ২২ জুলাই ২০২৩

ডেঙ্গু আক্রান্ত হলেই হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর। বর্তমানে ৯০ শতাংশ ডেঙ্গু রোগী বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন বলেও জানানো হয়েছে। 

ডেঙ্গুর মৌসুমে যদি কারো শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা, বা শরীর কিছুটা লাল হয়ে যায়, যেটাকে অনেকে র‌্যাশ বলে, কিংবা শরীর অতিরিক্ত দুর্বল লাগে তাহলে  সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথম দিনেই যদি ডেঙ্গু শনাক্ত করে ফেলা যায়, তাহলে সব থেকে ভালো হয়।

রক্তের পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু নির্ণয় করা যায়। এই পরীক্ষাগুলো প্রায় প্রতিটা উপজেলা পর্যায়েই করা হচ্ছে। এ জন্য দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। 

ডেঙ্গু শনাক্ত হলেই আমরা ভাবতে থাকি হাসপাতালে যাব কিনা। কিন্তু প্রয়োজন না হলে হাসপাতালে ভর্তি না হওয়াই ভালো। 

তবে চিকিৎসকের পরামর্শে ঘরেই সাধারণ চিকিৎসা চালিয়ে যেতে হবে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। 

তবে কোনো রোগীর ওয়ার্নিং সাইন থাকলে তাকে হাসপাতালে ভর্তি হবে। বাংলাদেশে ডেঙ্গুর জন্য নিবেদিত হাসপাতাল ছাড়াও সব হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। ডেঙ্গুর জন্য নিবেদিত হাসপাতালেই যেতে হবে তেমন কোনো বাধ্যবাধকতাও নেই। 

অপ্রয়োজনীয় প্লাটিলেটের ব্যবহার বাড়াবে বিপদ

ডেঙ্গু হলে প্লাটিলেট কমে যাওয়া খুব সাধারণ একটি বিষয়। প্লাটিলেট বাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হবে। প্লাটিলেট দেওয়ার প্রয়োজন হলে চিকিৎসক নিজেই তার পরামর্শ দিবেন। সাধারণত দশ হাজারের নিচে না নামলে প্লাটিলেট দেওয়ার প্রয়োজন পড়ে না। 

আবার কিছু বেসরকারি হাসপাতালে অতিরিক্ত মুনাফা লাভের জন্যও অপ্রয়োজনে প্লাটিলেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি