ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বৃহস্পতিবার থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১৬ আগস্ট ২০২৩ | আপডেট: ১৭:১০, ১৬ আগস্ট ২০২৩

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৩টি হাসপাতালে (মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে) বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে। 

বৃহস্পতিবার এ পরীক্ষা শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৩টি হাসপাতাল তথা- মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।

এদিকে, মঙ্গলবার সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২৬ জনের মৃত্যু হলো।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি