ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে ব্যাংকক ডুসিট মেডিকেলের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২৬ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে ব্যাংকক ডুসিট মেডিকেল সার্ভিসেস এর চিকিৎসা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানী গুলশানের একটা হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভূইয়া এবং ব্যাংকক ডুসিট মেডিকেল সার্ভিসেস এর পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ধুন ডামরংসাক ও মার্কেটিং ডিরেক্টর খুন জিয়ারানাই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তিনুযায়ী এখন থেকে বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানটির গ্রাহকেরা ব্যাংকক হাসপাতালে কম খরচে বিশেষ সুবিধায় চিকিৎসা সেবা পাবেন। শুধু তাই নয়, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভিসা প্রক্রিয়াগত সহযোগিতাসহ সার্বিক বিষয়ে দেখভালের দায়িত্বেও নিয়োজিত থাকবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের কোম্পানি সেক্রেটারি মুন্সি আবু নাঈম, হেড অফ এইচআর আশেকুল আরেফিন পাটোয়ারি, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আশিকুর রহমানসহ অন্যরা।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি