ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ডাঃ খাদিজা আক্তার ঝুমার পিএইচডি ডিগ্রি অর্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৮ জানুয়ারি ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্ট্রি ও মোলিকুলার বায়োলজি বিভাগ থেকে কৃতিত্বের সাথে পিএইচডি (বায়োকেমিষ্ট্রি ও মোলিকুলার বায়োলজি) ডিগ্রি অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ খাদিজা আক্তার ঝুমা।

তার পিএইচডি থিসিসের শিরোনাম ছিল `Study on the Changes of Hormones and Cytokines in Type 2 Diabetes Mellitus Patients’। 

পিএইচডি থিসিসের সুপারভাইজার হিসেবে ছিলেন অধ্যাপক ডঃ সাবির হোসেন এমএসসি (ঢাকা) পিএইচডি (ঢাকা), অধ্যাপক বায়োকেমিস্ট্রি ও মোলিকুলার বায়োলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা এবং কো-সুপারভাইজার হিসেবে ছিলেন অধ্যাপক ডঃ এএসএম গিয়াসউদ্দিন, এমএসসি (ঢাকা) পিএইচডি (লন্ডন) পিজিডি (লন্ডন) সিএসসিআইএফআইবিএমএস (ইউকে) এমপিএইচ (এসইউবি, বিডি) ইমেরিটাস এমএনওয়াইএএস (ইউএসএ), অধ্যাপক বায়োকেমিষ্ট্রি ও ইমিনোলজি এবং ডাইরেক্টর মেডিকেল রিসার্স ইউনিট, এমসিডব্লিউএইচ, উত্তরা-ঢাকা (অবঃ), বর্তমানে সিনিয়র কনসালটেন্ট অব ল্যাবরেটরি মেডিসিন (বায়োকেমিষ্ট্র ও ইমিনোলজি) হিসেবে ইমপালস হসপিটালে কর্মরত আছেন। 

প্রফেসর ডঃ খাদিজা আক্তার ঝুমা পিএইচডি করার সময় মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের বায়োকেমিষ্ট্র বিভাগে প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন (জানুয়ারী ২০১৬-জুন ২০২১) এবং পরবর্তীতে একই পদ নিয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন (জুলাই ২০২১- ডিসেম্বর ২০২১)। 

তিনি জানুয়ারি ২০২২ থেকে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকায় বায়োকেমিষ্ট্রি বিভাগে কর্মরত আছেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। 

অধ্যাপক ডঃ খাদিজা আক্তার ঝুমা বিশিষ্ট সিনিয়র আইনজীবী মরহুম আব্দুল বাসেত মজুমদারের কনিষ্ট কন্যা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি