ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, বিশেষজ্ঞের পরামর্শ (ভিডিও)

পার্থ সারথি

প্রকাশিত : ১১:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

শীতের প্রকোপ কমতে থাকায় জ¦র সর্দি কাশিসহ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা। রাজধানীর হাসপাতালগুলোতে দিনে প্রায় দ্বিগুণ শিশুরোগী আসছে। নিউমোনিয়া প্রতিরোধে শিশুদের তরল-প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ানোর পাশাপাশি ধূলাবালি থেকে দূরে রাখতে মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। 

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ওয়ার্ডগুলোতে চিকিৎসাধীন শীত পরবর্তী নানা রোগে আক্রান্ত নবজাতক ও শিশুরা। 

মাগুরার সাড়ে তিন মাসের শিশু তওহিদা, ঠাণ্ডা লাগায় শ্বাস নিতে পারছিল না। স্থানীয় চিকিৎসক দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ায় ঢাকায় আনা হয়েছে তাকে। শিশু হাসপাতালে কয়েকদিনের চিকিৎসায় সুস্থ হওয়ার পথে। 

৬৮১ বেডের এই বিশেষায়িত হাসপাতালে খালি নেই একটি বেডও। 

বিশেষজ্ঞরা বলছেন, এন্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে শিশুদের তরল এবং প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। সূর্যালোকে বা রোদে রেখে ভিটামিন ডি’র ঘাটতি পূরণও দরকারি। 

স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আফতাব ইউসুফ রাজ বলেন, “একটু হলেই অ্যান্টিবায়োটিক দেয়ার ফলে যখন সত্যি সত্যি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন তখন দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকের রেজিস্টার্ড। এটা অ্যালার্মিং পর্যায়ে চলে গিয়েছে। শক্তিশালী অ্যান্টিবায়োটিকও কাজ করছেনা। এই রোগীদের পর্যাপ্ত প্রোটিন দিতে হবে, পর্যাপ্ত ফ্যাট দিতে হবে। একটা ব্যালেঞ্জ ডায়েটে অভ্যস্ত করতে হবে। সূর্যের আলোতে নিতে হবে।”

নিউমোনিয়া পরবর্তী সময়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শও চিকিৎসকদের। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি