ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গবেষণা:

স্বাস্ব্যসেবায় ভারত-পাকিস্তানের উপরে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ২৬ মে ২০১৮

স্বাস্থ্যসেবায় পাকিস্তান ও ভারতের চেয়েও ঢের এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বের শীর্ষ মেডিকেল জার্নাল ল্যানসেটের গবেষণা প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবায় বাংলাদেশের অবস্থান ১৩৩ তম। এ ছাড়া তালিকায় এশিয়ার দেশ চীন রয়েছে ৪৮ নম্বরে। শ্রীলঙ্কা ৭১, ভুটান ১৩৪ এবং ভারত রয়েছে ১৪৫তম অবস্থানে। এদিকে এশিয়ার আরেক দেশ আফগানিস্তানের অবস্থান ১৯১ তম।

গবেষণায় দেখা যায়, তালিকার শীর্ষে অবস্থান করা ৫ দেশ হলো- আইসল্যান্ড, নরওয়ে, নেদার‌ল্যান্ড, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আইসল্যান্ড ৯৭ দশমিক ১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ৯৬ দশমিক ৬ পয়েন্ট নিয়ে নরওয়ে আছে দ্বিতীয় অবস্থানে।

এদিকে স্বাস্ব্যসেবায় সবচেয়ে পিছিয়ে আছে মধ্য-আফ্রিকান প্রজাতন্ত্র, সোমালিয়া, চাঁদ ও আফগানিস্তান। বিশ্বের ১৯৫টি দেশের উপর জরিপ চালিয়ে এ গবেষণা প্রতিবেদন করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বিশ্বে স্বাস্থ্যসেবার মান বেড়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি