ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ম্যালেরিয়ার প্রতিষেধক অনুমোদন পেতে যাচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ২৩ জুলাই ২০১৮

প্রায় ষাট বছর ধরে গবেষনার পর এই প্রথম ম্যালেরিয়ার কোন প্রতিষেধক অনুমোদন পেতে যাচ্ছে। এ প্রতিষেধক আবিস্কারকে চিকিৎসা বিজ্ঞানীরা যুগান্তকারী ঘটনা হিসেবে মনে করছেন।

প্রাণঘাতি ম্যালেরিয়ার নতুন প্রতিষেধকটিকে সবুজ সংকেত দিলো যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজ্ঞানীরা প্রতিষেধকটির নাম দিয়েছেন ’টেলিনোকুইন’। এটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা কুইনাইন বা আর্টিমেসিনিনের চেয়ে অনেক  বেশি নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বলে জানা গেছে।

টেলিনোকুইন মানুষের যকৃতে থাকা ম্যালেরিয়ার জীবানু প্লাজমোডিয়াম ভাইভেক্সকে পুরোপুরি ধ্বংস করতে পারবে। সাধারণত দীর্ঘদিন লুকিয়ে থাকার পর এই জীবাণু জেগে উঠে মানুষকে আক্রান্ত করতো।

মশাবাহিত রোগটিতে আক্রান্ত হলে মানুষের দেহে জীবাণুর সংখ্যা অস্বাভাবিক পরিমাণে বেড়ে যায়। রক্তের লোহিত কণিকাগুলো খুব দ্রত ভাঙতে থাকে এবং রক্তশূন্যতা দেখা দেয়, যা রোগীর মৃত্যু ঘটায়।

গেল নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল পর্যন্ত বিশ্বে প্রায় ২১৬ কোটি মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়। এদের মধ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষ এ রোগে মৃত্যুবরণ করে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি