ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তামাকের ব্যবহার কমেছে ৮ বছরে ৮ শতাংশ: গ্যাটস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:৪৫, ১৫ আগস্ট ২০১৮

আট বছরে বাংলাদেশে তামাকের ব্যবহার আট শতাংশ কমেছে। ২০১৭ সাল শেষে দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩ শতাংশে। ২০০৯ সালে যার পরিমাণ ছিলো ৪৩ দশমিক ৩ শতাংশ। হিসাব অনুযায়ী আট বছরে দেশে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভের (গ্যাটস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ সময় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সিরাজুল হক প্রমুখ।

এতে বলা হয়, দেশে তামাক ব্যবহারকারীদের ৪৬ শতাংশ পুরুষ, ২৫ দশমিক ২ শতাংশ নারী। বাড়িতে ৩৯ শতাংশ, কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭শতাংশ এবং গণপরিবহনে ২৩ দশমিক ৪ শতাংশ মানুষ পরোক্ষ ধুমপানের শিকার।

ট্যোবাকো অ্যাটলাস ২০১৮ প্রতিবেদন বলা হয়েছে, তামাক ব্যবহারজনিত রোগ বছরে ১ লাখ ৬১ হাজার ২শ’ মানুষের মৃত্যু হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে পঙ্গুত্ব বরণ করে ৩ লাখ ৮২ হাজার মানুষ।

বিশ্বস্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে গ্যাটস এ জরিপ করে আসছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি