ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শিশুদের ডায়াবেটিস নিয়ে গোলটেবিল আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ১৪ নভেম্বর ২০১৮

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। এ উপলক্ষে আজ বুধবার ‘শিশুদের ডায়াবেটিসের প্রতিবন্ধকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতাল মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
গোলটেবিলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকায় ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি এইচ ই উইনি এসট্রাপ পেটারসন, ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ উপস্থিত থাকবেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি