ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের রৌমারি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

প্রকাশিত : ০৯:৩০, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৮, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের রৌমারি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বিজিবি জানিয়েছে, ভোরে দাতভাঙ্গা ইউনিয়নের পূর্বছাতকড়াইবাড়ী এলাকার বাসিন্দা বাহারুল ইসলাম ও জাকির হোসেন রৌমারী সীমান্তে গরু আনতে যায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান বাহারুল। আহত হন জাকির। বাহারুলের মৃতদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি