ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে কাল থেকে ৩ দিনব্যাপী ডায়াবেটিস মেলা শুরু

প্রকাশিত : ২২:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

‘আর নয় ডায়াবেটিস ভয়, সচেতন হয়ে করবো জয়’। আসুন, ডায়াবেটিস সম্পর্কে সতেন হই, ডায়াবেটিস মুক্ত পরিবার গড়ি’-এই শ্লোগানকে সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ডায়াবেটিস মেলা।

চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের উদ্যোগে এই মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এই উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী জানান, বিশ্বে ৪০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্ত রোগীর ৬৫ শতাংশই বাস করে শহরে। আর যাদের ওজন বেশী অর্থাৎ স্থুল তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২০ গুন বেড়ে যাবে। যারা ধুমপায়ী তাদেরও ৬০শতাংশ বেড়ে যাবে। এ জন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। ডায়াবেটিসের ভয়াবহতা  নিয়ে গণ সচেতনতা গড়ে তুলতে মূলত এই মেলার আয়োজন করা হয়েছে।

কেআই/

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি