ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অর্ধেক জনবল নিয়ে চলছে বাগেরহাট সদর হাসপাতাল (ভিডিও)

প্রকাশিত : ১১:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

৫০ শয্যার অর্ধেক জনবল নিয়ে চলছে একশ’ শয্যার বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসা সেবা। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। নিরুপায় হয়ে তাদের যেতে হচ্ছে দূরবর্তী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা অন্য কোনোখানে।

১৯৭০ সালে ৫০ শয্যার এই হাসপাতালের যাত্রা। ১৯৯৭ সালে ১০০ শয্যায় উন্নীত হয়ে আধুনিক সদর হাসপাতালে রূপ নেয়। তবে, এ শুধু কাগজেপত্রেই। দুই দশকেরও বেশি সময় ধরে ৫০ শয্যার জনবল নিয়েই চলছে হাসপাতালের কার্যক্রম। আর বর্তমানে ৫০ শয্যার জনবলও অর্ধেকে নেমে এসেছে।

হাসপাতালে ২৪ জন চিকিৎসকের মধ্যে ১১টি পদই শূন্য। কর্মকর্তা-কর্মচারীদেরও ১৭টি পদ শূন্য রয়েছে। এ অবস্থায় সেবা পেতে দুর্ভোগের অন্ত নেই রোগীদের।

জনবল সংকটে প্রতিদিন ইনডোর-আউটডোর মিলে ৪-৫’শ রোগীর সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানান চিকিৎসকরা।

এ বিষয়ে প্রতি মাসে লিখিতভাবে মন্ত্রণালয়ে জানানো হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন।

সুন্দরবনের জেলে, বাওয়ালী ও বনজীবীসহ ৯ উপজেলার প্রায় ১৭ লাখ মানুষের একমাত্র ভরসা হাসপাতালটির একশ’ শয্যার সুবিধা নিশ্চিতের দাবি বাগেরহাটবাসীর।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি