ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আজ শুরু হচ্ছে ডায়াবেটিস মেলা

প্রকাশিত : ০৯:০১, ১১ এপ্রিল ২০১৯ | আপডেট: ০৯:১৩, ১১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ডায়াবেটিস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’। দুপুর ২টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন দিনব্যাপী এ মেলায় আয়োজক কংগ্রেসিয়া নামে একটি সংগঠন। আগামী শনিবার পর্যন্ত চলবে এ মেলা।

ডায়াবেটিস আক্রান্ত রোগী, চিকিৎসক, পুষ্টিবিদসহ ডায়াবেটিস ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিরা তিন দিনের এ মেলায় অংশ নিতে পারবেন।

আয়োজকরা জানান, ডায়াবেটিস মেলাটি হবে উৎসবমুখর ও শিক্ষামূলক। প্রথাগত শিক্ষার পরিবর্তে উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক সেশনের মাধ্যমে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিসজনিত কিডনি, চোখ, হার্ট, স্নায়ুরোগের পাশাপাশি মানসিক সমস্যা, পুষ্টি, শারীরিক ব্যায়াম ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। মেলায় মোট ১৪টি সেশনে ২৫ বিষয়ের ওপর ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি আলোচনায় অংশ নেবেন এবং রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি