স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত : ১০:৩৭, ১৭ এপ্রিল ২০১৯
জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে এসে শেষ হয়।
র্যালিতে বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, স্বাস্থ্য বিভাগ, নাসিং ইনস্টিটিউটসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পরে সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসিলাহা মিলনায়তনে সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুরু পদ ঘোষ, মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকশি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা দিতে সবাইকে আন্তরিক হতে হবে। সেবা নিতে এসে রোগী ও রোগীর স্বজনরা যেনো বিড়ম্বনার স্বীকার না হয়, সে দিকে খেয়াল রাখার আহ্বান জানান বক্তারা।