ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জ সদর হাসপাতালে জনবল সংকট

প্রকাশিত : ০৯:৪১, ২ জুন ২০১৯

৫০ শয্যারও কম লোকবল দিয়ে চলছে আড়াইশ শয্যার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সেবা কার্যক্রম। কাগজে-কলমে ২১ জন চিকিৎসক থাকলেও, ৫ জন প্রেষণে কাজ করছেন অন্যত্র। নেই প্রয়োজনীয় সংখ্যক নার্সও। ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জেলার স্বাস্থ্য সেবা।

জেলার প্রায় ২১ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা আধুনিক সদর হাসপাতাল। ২০১৭ সালে হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি লোকবল ও শয্যা সংখ্যা।

হাসপাতালে জরুরি প্রসূতি সেবা কেন্দ্র চালু থাকলেও গাইনি ডাক্তার নেই। আর জরুরি বিভাগের ডাক্তারদেরকেই সার্জারি করতে হয়, ওয়ার্ডেও ডিউটি করতে হয়। সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানান ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা।

চিকিৎসক সংকটে সেবা ব্যাহত হওয়ার কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। বলেন, গাইনি, মেডিসিন, অ্যানেসথেশিয়াসহ অতি গুরুত্বপূর্ণ কয়েকটি পদ পূরণ করা গেলে আরও বেশি সেবা দেয়া যেতো।

প্রতিদিন এই হাসপাতালে আসেন গড়ে ৫শ’ থেকে ৭শ’ রোগী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি