ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলা সদর হাসপাতালে চিকিৎসক সংকট (ভিডিও)

প্রকাশিত : ১৩:০২, ৯ জুন ২০১৯ | আপডেট: ১৩:০২, ৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ভোলা সদর হাসপাতালে শয্যা সংখ্যা একশ। কার্যক্রম চলছে ১১ চিকিৎসক দিয়ে। প্রয়োজন বিবেচনায় যা ৫০ শয্যার হাসপাতালের অর্ধেক। অন্যদিকে রোগী নিতে হচ্ছে ধারণ ক্ষমতার ৩/৪ গুণ বেশি।

দ্বীপ জেলা ভোলার ১৮ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা সদর হাসপাতাল। ২০০১ সালে  হাসপাতালটি ৫০ শয্যা থেকে একশ’ শয্যায় উন্নীত হয়। তবে বাড়েনি লোকবল।

হাসপাতালে প্রতিদিন গড়ে তিনশ’ রোগী ভর্তি থাকে। শয্যা সংকটে বেশির ভাগের জায়গা হয় মেঝে-তে কিংবা বারান্দায়। চিকিৎসক ও নার্স স্বল্পতা রোগীদের জন্য মরার ওপর খাড়ার ঘায়ের মতো।

একশ’ শয্যার হাসপাতালে চিকিৎসক থাকার কথা ৪৪ জন; আছেন মাত্র ১১ জন। এছাড়া, ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ বেশি রোগীর চিকিৎসা দিতে হয়। এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

জেলায় ২৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ হয়েছে, তবে কার্যক্রম শুরু হয়নি। এই হাসপাতালটি চালু করে এবং সদর হাসপাতালে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে স্বাস্থ্যসেবার মানউন্নয়নের দাবি জানিয়েছে ভোলাবাসী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি