ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ক্যান্সারের কারণ হিসেবে মোটা শরীর কতটা দায়ী?

প্রকাশিত : ১০:৩৩, ৪ জুলাই ২০১৯

অন্ত্র, কিডনি, ওভারিয়ান এবং লিভার ক্যান্সারের কারণ যতটা না তামাকের ধুমপান থেকে হচ্ছে তার থেকে বেশি হচ্ছে অতিরিক্ত ওজনের কারণে। এমনটাই বলছে দাতব্য সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকে।

সংস্থাটি বলছে, লাখ লাখ মানুষ ক্যান্সারের ঝুঁকিতে আছে তাদের ওজনের কারণে। এবং এসব মোটা মানুষদের ক্যান্সারের আশঙ্কা ধুমপায়ীদেরকেও ছাড়িয়ে গেছে।

এদিকে, ওবেসিটির ফলে ক্যান্সার ঝুঁকির বিষয়টি নিয়ে এর নতুন বিলবোর্ড ক্যাম্পেইন নিয়ে তারা সমালোচনার মুখে পড়েছে। সেখানে ফ্যাট-শেমিং বা শারীরিক স্থূলতা নিয়ে অসম্মানজনক বক্তব্য উপস্থাপনের জন্য সমালোচনার মুখে পড়েছে তারা।

তবে এই অভিযোগে এই দাতব্য সংস্থাটি এই প্রথমবার অভিযুক্ত হল তেমনটি নয়। গত ফেব্রুয়ারিতেই কমেডিয়ান এবং ক্যাম্পেইনার সোফি হাগেন এই ক্যাম্পেইনের সমালোচনার জন্য টুইটারকে বেছে নেন।

ক্যান্সার রিসার্চ ইউকে বলছে, তারা ওভার-ওয়েট বা মেদবহুল হওয়ার জন্য লোকজনকে দোষারোপ করছে না। আবার ক্যান্সারের জন্য ক্ষতিকরের দিক বিবেচনায় ধুমপান এবং স্থূলতা সরাসরি তুলনীয় বলে তারা উল্লেখ করছে না, তবে দুটোই ঝুঁকি বাড়াচ্ছে।

কিন্তু তারা বলছে, অতিরিক্ত ওজনের অধিকারী বা স্থুল হওয়ায় প্রতিবছর প্রায় ২২ হাজার ৮০০ ক্যান্সারের ঘটনা ঘটছে, আর ধুমপানের কারণে ঘটছে ৫৪ হাজার ৩০০ ঘটনা।

স্থূলতা এবং ধুমপানের কারণে যে চারটি ক্যান্সারের ঘটনা সচরাচর ঘটছে-

১. অন্ত্র- প্রায় ৪২ হাজার নতুন ক্যান্সারের ঘটনা যার মধ্যে ওভারওয়েট বা স্থূলতার কারণে ৪ হাজার ৮০০ এবং ধুমপানের কারণে ২ হাজার ৯০০টি।

২. কিডনি: সর্বমোট ১২ হাজার ৯০০ ক্যান্সার আক্রান্তের মধ্যে অতিরিক্ত ওজন বা স্থূলতার কারণে ২ হাজার ৯০০ এবং ধুমপানের কারণে এক হাজার ৬০০ জন আক্রান্ত।

৩.লিভার- সর্বমোট ৫ হাজার ৯০০ জনের মধ্যে অতিরিক্ত ওজন বা স্থূলতার জন্য এক হাজার ৩০০ এবং ধুমপানের জন্য এক হাজার ২০০ জন।

৪. ওভারিয়ান: মোট ৭ হাজার ৫০০ জন আক্রান্ত এবং প্রতিবছর অতিরিক্ত ওজন বা স্থূলতা ৪৯০ জনের ক্যান্সারের জন্য দায়ী, যেখানে ধুমপান দায়ী ২৫ জনের ক্ষেত্রে।

সার্বিকভাবে ব্রিটেনে ক্যান্সারের প্রতিরোধযোগ্য কারণগুলোর মধ্যে ধুমপান প্রধান। এর পরেই দ্বিতীয় অবস্থানে আছে ওবেসিটি-বলছে সিআরইউকে।

কিন্তু যে সময়টাতে ধুমপানের হার কমে আসছে, তখন ওবেসিটি বা স্থূলতা বাড়ছে, যেটাকে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা উদ্বেগজনক বলে মনে করছেন।

সে কারণে টোরি নেতা বরিস জনসন পর্যালোচনা ছাড়া সুগার ট্যাক্স বর্ধিত না করার ঘোষণা দিলে তাদের পক্ষ থেকে সেই সতর্কবার্তা আসে।

কোমল পানীয় থেকে মিল্কশেক-এর ওপর ট্যাক্স বর্ধিত করার পরিকল্পনা বিষয়ে প্রশ্ন করা হলে, জনসন নিজের ওজন নিয়ে কৌতুক করে বলেছিলেন, ট্যাক্স আরোপ করায় অন্তত যারা এটা বহন করার সামর্থ্য রাখেন তাদের আহত করতে তিনি ‘খুব খুব অনিচ্ছুক’ ছিলেন।

তিনি পরামর্শ দেন, ‘আমরা লোকজনে হাটতে, সাইকেল চালাতে এবং সাধারণত আরও বেশি ব্যায়াম করতে উৎসাহিত করছি’।

যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে এক-তৃতীয়াংশ স্থুল। ব্রিটেনের এ সম্পর্কিত আরও যেসব বিষয় গুরুত্বপূর্ণ-

* ১৩ দশমিক ৪ মিলিয়ন স্থুল প্রাপ্তবয়স্ক আছে যারা ধুমপান করে না

* ৬ দশমিক ৩ মিলিয়ন প্রাপ্ত বয়স্ক ধুমপায়ী রয়েছে যারা স্থুল নয়

* এক দশমিক ৫ মিলিয়ন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা একইসঙ্গে স্থুল এবং ধুমপায়ী

স্থূলতা এবং ক্যান্সারের মধ্যে সম্পর্ক পরিষ্কারভাবে উঠে এলেও, এর পেছনে কি ধরণের জৈবিক প্রক্রিয়া কাজ করছে তা এখনও সম্পূর্ণভাবে ধারণা করা যায়নি।

চর্বি কোষ অতিরিক্ত হরমোন তৈরি করে এবং বৃদ্ধি করে যা কোষগুলোকে বিভক্ত হয়ে পড়তে বলে। এটা ক্যান্সার কোষ তৈরি হওয়ার ঝুঁকি বাড়ায়।

শারীরিক সক্রিয়তা বা কর্মশক্তি হয়তো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বলছেন বিশেষজ্ঞরা।

মোটা হলে বা অতিরিক্ত ওজনের অধিকারী হলেই যে একজন মানুষের নিশ্চিতভাবে ক্যান্সার হবে তেমনটা নয়, কিন্তু সেটা ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এবং এই ঝুঁকি বেড়ে যায় যখন সে আরও বেশি ওজন লাভ করে এবং যত দীর্ঘসময় ধরে সে অতিরিক্ত শারীরিক ওজন বহন করে চলে।

ক্যান্সার রিসার্চ ইউকে’র তথ্য অনুসারে ১৩টি ভিন্ন ভিন্ন ক্যান্সার স্থূলতার সঙ্গে সম্পর্কিত-

* স্তন ক্যান্সার (মেয়েদের মেনোপজের পরে)

* অন্ত্রের ক্যান্সার, প্যানক্রিয়াটিক বা অগ্নাশয় ক্যান্সার

* খাদ্যনালীর ক্যান্সার

* লিভার ক্যান্সার

* কিডনি ক্যান্সার

* পাকস্থলীর উপরের অংশ,

* গল-ব্লাডার

* জরায়ু

* ওভারিয়ান বা ডিম্বাশয়

* থাইরয়েড

* ব্লাড ক্যান্সার

* মস্তিষ্কের ক্যান্সার।

স্থূলতা ও ক্যান্সারের এই সম্পর্ক যদিও শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা গেছে, তবে স্বাস্থ্যসম্মত আদর্শ ওজন শিশুদের জন্যও গুরুত্বপূর্ণ।

এই দাতব্য সংস্থাটি বলছে , প্রতিবছর ব্রিটেনে অতিরিক্ত ওজনের ফলে যা ঘটে-

* ধুমপানের চেয়ে এক হাজার ৯০০-র বেশি অন্ত্রের ক্যান্সার

* এক হাজার ৪০০-র বেশি কিডনির ক্যান্সার

* ৪৬০-র বেশি ওভারিয়ান ক্যান্সার

* ১৮০-র বেশি লিভার ক্যান্সার।

দেশটির ওবেসিটি সমস্যাকে আরও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সরকারের উচিত উদ্যোগ নেয়া, এমনটাই মনে করছেন ক্যান্সার রিসার্চ ইউকে-র বিশেষজ্ঞ অধ্যাপক লিন্ডা বোল্ড।

অস্বাস্থ্যকর খাবার এবং পানীয়ের বিজ্ঞাপন সীমিত করার ক্ষেত্রে সরকার ধীর গতিতে এগুচ্ছে, বলছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন।

তারা বলছে, ‘আমরা ধুমপানের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে অত্যন্ত সচেতন হলেও, ওবেসিটি মোকাবেলায় উদ্যোগ কম নেয়া হয়েছে, যেটা এখন ক্যান্সারের প্রধান একটি কারণ’।

এনএইচএস ইংল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমন সিভেন্স বলেছেন, স্থুলকায়তার বিরুদ্ধে লড়াইয়ে এনএইচএস একা জয়ী হতে পারবে না।

‘আমেরিকার ক্ষতিকর এবং ব্যয়বহুল উদাহরণ সামনে রেখে যদি আমরা তা এড়াতে চাই,তাহলে বিভিন্ন পরিবার, খাদ্য ব্যবসায়ী এবং সরকার-সবাইকে তাদের নিজেদের যার যার অবস্থানে থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে’।

(বিবিসি অবলম্বনে)


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি